নোটিশ
                                                                                                                                                                                                                                                                                          তাঃ- ২৭/০১/২০২৬ইং
আসসালামু আলাইকুম, এতদ্বারা SCSS এর সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯.০১.২৬ইং ও ৩১.০১.২০২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার ও শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। আগামী ২৯.০১.২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার শুধুমাত্র শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৯.০১.২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবারের সময়সূচী:
শিফট প্রবেশের সময় খেলা শুরুর সময় ছুটির সময়
মর্নিং শিফট ও ফুল শিফট সকাল ৮.৩০ ৯.৩০টায় দুপুর ১.২০
ডে শিফট দুপুর ২.০০ ২.৩০টায় বিকাল ৪.৪৫

 

আগামী ৩১.০১.২০২৬ইং তারিখ রোজ শনিবার শিক্ষার্থীদের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের খেলা, বিজয়ী ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পুরস্কার ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করা হবে। এই মর্মে উল্লেখ্য যে, সকল শিক্ষার্থীদেরকে পার্টি ড্রেস ব্যাগে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে উক্তদিন (শনিবার) শিক্ষার্থীদের ইনটাইম সকাল ৯টায় এবং ছুটি হবে দুপুর ১.৩০টায়। সকাল ৯.৩০টায় খেলা শুরু হবে।

অনুষ্ঠানের দিন সকল শিক্ষার্থী বাসা থেকে সকালের নাস্তা করে আসবে এবং অবশ্যই কেডস জুতা পরিধান করে আসবে। শিক্ষার্থীর ব্যাগে অতিরিক্ত জামা, শুকনো খাবার, পানির বোতল দেয়ার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত সকল অভিভাবককে শিক্ষার্থীদের খেলা দেখতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো
বিঃ দ্রঃ আগামী ০১.০২.২০২৬ইং তারিখ রোজ রবিবার স্কুল বন্ধ থাকবে। আগামী ০২.০২.২০২৬ ইং তারিখ রোজ সোমবার হতে যথারীতি স্কুল কার্যক্রম চলবে।
ধন্যবাদান্তে
মাহমুদা আকতার
অধ্যক্ষ
স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল।
Special Children Special School

About Our School

Smiling Children Special School is a School working with Autistic and other Special Needs Children .

About School

Quick Links

Contact Us

Copyright © 2026 Smiling Children | Developed by Imran Hossain | Jubaer Alam Khan